গোয়াইনঘাটে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
সিলেট গোয়াইনঘাটে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি।
আটক ব্যক্তির নাম মোঃ বাবলু (২৫), তার পিতার নাম মৃত হারুন মিয়া।
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০.০৫ টায় গোয়াইনঘাট থানাধীন জাফলং ইউনিয়নের অন্তর্গত সোনাটিলা গ্রামে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোঃ বাবলু (২৫) এর দেহ তল্লাশী করে ১০০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
অফিসার ইনচার্জ রেফায়েত উল্লাহ চৌধুরী জানান, তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিলেট জেলা ডিবি।