সিলেট পাসপোর্ট অফিসে দুদক
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২২ ৭:০১ অপরাহ্ণ
সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল।
আজ বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে তারা পাসপোর্ট ও ভিসা অফিস পরিদর্শন করেন।
বিভিন্ন অভিযোগের ব্যাপারে প্রাথমিক তদন্তের জন্য তাদের এ পরিদর্শন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
তদন্ত রির্পোটের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট কার্যালয়ের উপ-পরিচালক নূর-ই-আলম।
তিনি জানান, সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। প্রধান কার্যালয় থেকে প্রাথমিক তদন্তের অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার দুপুরে দুদক’র একটি টিম পাসপোর্ট অফিসে যায়। আগামী সপ্তাহে তদন্ত রিপোর্ট প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।