ড. আকবর আলী খানের মৃত্যুতে লিডিং ইউনিভার্সিটির শোক
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২২ ৬:১০ অপরাহ্ণ
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আকবর আলি খানের মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এক শোকবার্তায় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও খ্যাতনামা শিক্ষাবিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তারা বলেন, আকবর আলী খান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হবিগঞ্জ মহকুমার প্রশাসক ছিলেন এবং যুদ্ধকালীন সময়ে সক্রিয়ভাবে মুজিবনগর সরকারের সঙ্গে কাজ করেছেন। স্বাধীন বাংলাদেশে বিভিন্ন সময়ে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সভাপতি, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজ চিন্তক ড. আকবর আলী খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এবং অর্থনীতি, ইতিহাস, সমাজবিদ্যা, সাহিত্য—বিচিত্র বিষয়ে তঁর গবেষণামূলক বই পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়। তিনি তাঁর জীবনে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে সততার সাথে দেশের সেবা করেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক সুযোগ্য সন্তানকে হারিয়েছে।