ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে লিডিং ইউনিভার্সিটির শোক
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২২ ৬:২৪ অপরাহ্ণ

বিশ্বের সর্বাধিক পরিচিত রাজতন্ত্রের প্রতিভূ ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।
এক শোকবার্তায় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়ে তারা বলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন বিশ্বের
সবচেয়ে দীর্ঘজীবী এবং সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী রানি। তাঁর মৃত্যূ রাজতন্ত্রের এক অনন্য অধ্যায়ের ইতি। তাঁর অনুপস্থিতি সারা দেশে, রাজ্য এবং কমনওয়েলথ তথা সারা বিশ্বের অগণিত মানুষ গভীরভাবে অনুভব করবে। আমরা একজন লালিত সার্বভৌমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
লিডিং ইউনিভার্সিটির পরিবারের পক্ষে রানির বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।