গোলাপগঞ্জে গণধর্ষণ মামলায় ভন্ড কবিরাজ গ্রেফতার
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২২ ৩:৩৮ অপরাহ্ণ
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর কাছ থেকে নিজের হেফাজতে ৪ বছরের ছেলেকে কব্জায় আনতে ভন্ড কবিরাজের কাছে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ।এই গণধর্ষণ মামলার প্রধান আসামী ভন্ড কবিরাজ সুহেল মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে র্যব-৯।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) অভিযানে মৌলভীবাজারের রাজনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহেল সিলেট জেলার গোলাপগঞ্জ থানার উত্তর ধারাবহর এলাকার বাসিন্দা সইব উদ্দিনের ছেলে।
এ ঘটনায়, গত ৪ সেপ্টেম্বর ভিকটিম নিজে বাদী হয়ে ভন্ড কবিরাজ সুহেল মিয়াসহ (৩৫) অজ্ঞাতনামা আরও ১ জনের বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় জোরপূর্বক গণধর্ষণে মামলা দায়ের করলে র্যব-৯ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভিকটিম নিজের ৪ বছরের ছেলেকে স্বামীর হেফাজত থেকে নিজের হেফাজতে আনার জন্য ভন্ড কবিরাজ সুহেল মিয়া ওরফে কবিরাজের (৩৫) শরণাপন্ন হর।কিন্তু ভন্ড কবিরাজ তাকে চিকিৎসা না করে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন টালবাহানা করে বসিয়ে রাখে।
ওইদিন সন্ধ্যা সাতটায় আসামী সুহেল মিয়া ওরফে কবিরাজ অজ্ঞাতনামা আরও ১ জনের সহায়তায় ভিকটিমকে গোলাপগঞ্জ মডেল থানাধীন উত্তর ধারাবহর ভন্ড কবিরাজের বসত ঘরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
র্যাব জানায়, ঘটনার সাথে জড়িত অজ্ঞাতনামা আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে সিলেট জেলার গোলাপগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।