রেনেঁশা রহমান এর উদ্যোগে তাহিরপুরে ২টি বাথরুম বিতরণ
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
সিলেটের স্বরণকালের ভয়াবহ বন্যার থাবায় লাখো মানুষ হারিয়েছে বাসস্থান, গৃহপালিত পশু সহ আত্মীয়স্বজন।এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মানুষ সিলেটে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের পাশাপাশি এগিয়ে এসেছিলেন স্কুল পড়ুয়া অনেক শিক্ষার্থী ও বিত্তবানরা।
তারই ধারাবাহিকতায় ঢাকায় ধানমন্ডি এরিয়ায় অবস্থিত মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের ৬ষ্ট শ্রেনীর বি সেকশনের মেধাবী ছাত্রী রেনেঁশা রহমান এর উদ্যোগে এবং তার সহপাঠী ফারিয়া রাইসা, জাফরিন ওয়ারিসা ও সায়ান কাবির সহযোগিতায় শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২টি বাতরুম তৈরি করে দেওয়া হয়েছে।
এ প্রকল্পটি সিলেটের সমাজকর্মী রেশমা জান্নাতুল রুমার মাধ্যমে বাস্তবায়ন হয়।