মাধবপুরে শিল্প কারখানা গড়ে উঠায় ধানের জমি কমে গেছে
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২২ ৮:৩২ অপরাহ্ণ
পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অপরিকল্পিত ভাবে যেখানে সেখানে শিল্প কারখানা গড়ে উঠায় কৃষি জমি দিন দিন কমে গেছে। গত ১০ বছর ধরে মাধবপুরে কৃষি জমি ভরাট করে শিল্প কারখানা গড়ে উঠেছে। আগে যেসব জমিতে ৩ জসলি ধান সহ খরিপ ও রবি শস্য দানা চাষাবাদ হতো এখন এসব জমিতে কোন চাষাবাদ হয়না। কোন জমি বালি ফেলে উচু করে রাখা হয়েছে আবার কোন জমিতে গড়ে উঠেছে শিল্প কারখানা। দিন দিন কৃষি জমি কমে যাওয়ায় এখন আগের মত আউস,আমন ও বোরো উৎপাদন কমে গেছে। মাধবপুর কৃষি বিভাগ জানায়, কৃষি জমি সুরক্ষা করতে না পারলে এক সময় মাধবপুরে কৃষি জমি অর্ধেক নেমে আসবে। এমনিতেই প্রতি বছর অপরিকল্পিত বাড়ি ঘর তৈরি করে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। ভুমি প্লানিং করে শিল্প কারখানা গড়ে তোলা হলে মাধবপুরে এত কৃষি জমি নষ্ট হতো না। মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে যেখানে সেখানে কৃষি জমিতে শিল্প স্থাপনার কারনে এখন শিল্প বর্জ্য কৃষি জমিতে পরে কৃষি চাষাবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি মাছ ও জলজ উদ্ভিদ এবং পরিবেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাঘাসুরা ইইনিয়নের কৃষক ছাবু মিয়া বলেন, ১০/১২ আগে যে জমিতে কৃষকরা ধান পাট সরিষা গম সহ অন্যান্য অন্যান্য মৌসুমি সবজি চাষাবাদ হতো এখন এসব জমিতে মাটি ফেলে গড়ে তোলা হয়েছে শিল্প কারখানা।
শিল্প কারখানার পাশে শিল্প বর্জ্যে অন্য কৃষি জমিতে কৃষি চাষাবাদ করা যাচ্ছেনা। এ কারনে কৃষকরা কৃষি পেশা ছেড়ে দিয়েছে। কৃষকরা ধান সহ অন্যান্য কৃষি চাষাবাদ ছেড়ে দেওয়ায় দেশে খাদ্য সংকট নি দিন বেড়ে চলেছে। নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক যোবায়ের মিয়া বলেন, আগে কৃষকরা যেসব জমিতে প্রচুে পরিমান দেশি ধান উৎপাদন করত এখন মনে হলে কষ্ট লাগে। ধানে ধানে কৃষকের মাট ভরে যেতো। এখন এসব জমির কৃষকরা তাদের মালিকানা হারিয়ে ফেলছে। আন্দিউড়া গ্রামের কৃষক মুরশেদ কামাল বলেন, আগে রাস্তার পাশে কৃষকরা জমিতে পাট সহ অন্যান্য চাষাবাদ করতেন।
বোরো মৌসুমে জমিতে ধান আর ধান ফলত। এখন এসব জমি চলে গেছে।শিল্প কারখানার দখলে। মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা মামুন আল হাসান বলেন, অপরিকল্পিত শিল্পায়নের ফলে মাধবপুরে কৃষি জমি রক্ষা করা যাচ্ছেনা। এক শ্রেনীর লোক কৌশলে কৃষি জমিকে অকৃষি দেখিয়ে জমির শ্রেনী পরিবর্তন করে কৃষি জমি ধ্বংস করে দিয়েছে। আগে মাধবপুরে যে পরিমান ধান পাট শস্য উৎপাদন হতো এখন কৃষি জমি কমে যাওয়ার কারনে উৎপাদন কমে যাচ্ছে। কৃষি জমি সুরক্ষা করতেদ না পারলে মাধবপুরে উৎপাদন অনেক কমে যাবে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, কৃষি জমি নষ্ট করে যাতে শিল্পায়ন না হয় সে দিকে এখন নজর রাখা হচ্ছে। কৃষি জমি রক্ষা করে অকৃষি ভুমিতে নিদিষ্ট এলাকায় শিল্প কারখানা গড়ে উঠে এদিকে খেয়াল রাখা হচ্ছে। কারন সবার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।