ওসমানীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১:০৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগরে পানিতে ডুবে আজিজুর রহমান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের এ দুর্ঘটনা ঘটে। মৃত আজিজুর ধিরারাই গ্রামের জগলু মিয়ার ছেলে।
জানা গেছে, সোমবার সকালে কোনো একসময় সে বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে ঘরের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। পুকুর থেকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট নিয়ে যেতে বলেন। সিলেট নর্থইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসমানীনগর থানা অফিসার্স ইনচার্জ এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।