সিলেটে পরিবহন ধর্মঘট শুরু ভোগান্তিতে যাত্রীরা
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২২ ১:৪১ অপরাহ্ণ
সিলেটে পাঁচ দফা দাবিতে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে ‘সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর থেকে সিলেট জেলায় কর্মবিরতি পালন শুরু করেছেন পরিবহন শ্রমিকরা।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও মাদরাসাগামী শিক্ষার্থীরা এবং চাকরিজীবিরা। শ্রমিকরা ভোর থেকেই লাঠি হাতে সিলেটের বিভিন্ন রাস্তায় ‘পিকেটিং’ শুরু করেছেন। তারা কোনো ধরণের গণপরিবহন বা পণ্যবাহী গাড়িতে চলতে দিচ্ছে না।
আগামীকাল (বুধবার) থেকে পুরো সিলেট বিভাগে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা।
তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-১.সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ও উপ-কমিশনারের (ট্রাফিক) অপসারণ, ২. ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ, ৩. সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি খুলে দেওয়া,৪. ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ ও বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন দেওয়া। ৫. অনুমোদনহীন অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখা।