জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ৯, আহত ২৭
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
ভারতের জম্মু ও কাশ্মীরে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নয়জনের মৃত্যু হয় এবং আরও ২৭ জন আহত হয়।
বুধবার (১৪ সেপ্টেম্বর) ৩৬ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি গালি ময়দান থেকে পুঞ্চ যাওয়ার পথে সজিয়ানের সীমান্ত বেল্টের ব্রারি নালার কাছে দুর্ঘটনার সম্মুখিন হয়।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয় গ্রামবাসীদের যৌথ উদ্ধার অভিযান চলছে।
ইতোমধ্যে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের সদস্যদের জন্য ৫ লক্ষ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।
একটি টুইটের মাধ্যমে তিনি বলেন, “পুঞ্চের সাওজিয়ানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই দুর্ঘটনায় মৃতদের স্বজনদের ৫ লক্ষ রুপি আর্থিক সহায়তা দেওয়া হবে।”
এসময় পুলিশ ও বেসামরিক কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসা জন্য যথাসাধ্য ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন তিনি।
সূত্রঃ এনডিটিভি