
মিলাদ হোসেন শুভ ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারনসম্পাদক আশরাফ খান এর বড় ভাই আওয়ামীলীগ নেতা আকবর খান মারা গেছেন (ইন্না… রাজিউন)।গত রবিবার লন্ডনেশেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
আকবর খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার )বারবার নির্বাচিতসাংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক । এক শোকবার্তায় মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ভাতগাঁও ইউনিয়নআওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার আস্তাভাজন মরহুম আকরম খানে ছোট ভাই বর্তমান সাধারন সম্পাদকআশরাফ খানের বড় ভাই আকবর খান ছিলেন জাতির পিতার আদর্শের একজন নিবেদিত প্রাণ কর্মী এবং জনবান্ধবরাজনৈতিক নেতা।
আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফয়জুল বারী বলেন আমরা ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ আকবর খানেরমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি ।
আকবর খানের ছোট ভাই বর্তমান ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফ খান বলেন আমার আপনশ্রদ্ধেয় বড় ভাই যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা আকবর খান ভাই গত ১১-০৯-২০২২ ইং লন্ডন সময় রাত ৯ঃ২০ঘটিকার ইন্তেকাল ফরমাইয়াছেন।
উনার নামাজে জানাযা আজ ১৪ই সেপ্টেম্বর বাদ যোহর পূর্ব লন্ডন মসজিদ মরিয়ম সেন্টার (কোড নাম্বার 45 fieldgate Street London E1 1JU )মসজিদে অনুষ্ঠিত হইবে। তিনি আরো বলেন ,আপনাদের সকলে কাছে আকুল আবেদন আমারভাই জন্য দোয়া করবেন “আল্লাহ পাক যেন আমার ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন আমিন।