মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের রক্তদান উপ-কমিটির সভা
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২ ৬:২৩ অপরাহ্ণ
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের রক্তদান উপ-কমিটির প্রস্তুতি সভা মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্সে অনুষ্ঠিত হয়েছে।
রক্তদান উপ-কমিটির আহবায়ক নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব ব্যাংকার অরুণ কুমার বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথ, প্রধান সমন্বয়কারী সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কমল পদ পাল, পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার, সহ সম্পাদক উত্তম ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক রমাকান্ত গুপ্ত রুপু প্রমুখ।
উৎসবের দ্বিতীয় দিন ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় রক্তদান কর্মসূচিতে যাঁরা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তাঁদেরকে কমিটির আহবায়ক নিরঞ্জন চন্দ্র চন্দ, মোবাইল- ০১৭১৫ ০০৮৭৬৫ অথবা সদস্য সচিব ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, মোবাইল- ০১৭১৭ ৬৮২৯০৯ নাম্বারে নাম তালিকা ভুক্ত করার আহবান জানানো হয়েছে।
পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় নগরীর মিরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। সভায় পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ এবং উপ-কমিটি সমূহের আহবায়ক ও সদস্য সচিবদের আন্তরিক উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করা হয়েছে।