চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন: জরিমানা ৫০ হাজার
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ
হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত লাল মিয়া (৪০) উপজেলার ১০ নম্বর মিরাশি ইউপির বরাব্দা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
মঙ্গলবার দুপুরে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা এই অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিরাশী ইউপির নালমুখ বাজারের দক্ষিণে লাদিয়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। থানার একদল পুলিশ এই অভিযানে সহায়তা করেছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমিন পাপ্পা বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।’