৬ মাসের সন্তান রেখে গৃহবধু উধাও
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১:১৭ অপরাহ্ণ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ছয় মাসের সন্তান রেখে টাকা-স্বর্ণালংকার নিয়ে তাহমিনা বেগম নামে ২০ বছর বয়সী গৃহবধূ পালানোর অভিযোগ উঠেছে।
শনিবার উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযুক্তের স্বামী রুহুল আমিন।
অভিযুক্ত তাহমিনা সোনারগাঁয়ের বাংলাবাজার যাত্রাবাড়ী এলাকার কবিরের মেয়ে। তার মায়ের নাম আমেনা বেগম। তার বয়স ৩৬ বছর। রুহুল আমিন একই উপজেলার বারদী ইউনিয়নের বাগেরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।
অভিযোগ উল্লেখ করা হয়, তিন বছর আগে তাহমিনাকে বিয়ে করেন রুহুল। তাদের সংসারে ছয় মাসের মেয়ে রয়েছে। তবে উচ্ছৃঙ্খলভাবে চলাফেরা করতেন তাহমিনা। তিনি পরকীয়ায় লিপ্ত ছিলেন। পরকীয়ায় বাধা দিলে স্বামীর সঙ্গে সংসার করবেন না বলেও হুমকি দেন। এ নিয়ে কয়েকবার সালিশও হয়েছে।
সালিশ হলেও সন্তানের দিকে তাকিয়ে সংসার করলেন রুহুল। ১০ সেপ্টেম্বর ভোরে চার লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণ ও কাপড়-চোপড় নিয়ে পালিয়ে যান তাহমিনা। এরপর শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন রুহুল। কিন্তু তাহমিনা সংসার করবেন না বলে জানান শাশুড়ি আমেনা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।