সৌদিতে ভবন থেকে পড়ে সিলেটী প্রবাসীর মৃত্যু
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১:২৫ অপরাহ্ণ
সৌদি আরবের জেদ্দায় কাজ করতে যেয়ে বহুতল ভবন থেকে পড়ে গিয়ে আহত বাংলাদেশি শ্রমিক ফরিদ উদ্দিন (৫২) মারা গেছেন। গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ১০টার দিকে জেদ্দা শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে গত রোববার দুপুর ২টার দিকে জেদ্দা শহরের একটি ভবন থেকে পড়ে আহত হন তিনি।
নিহত ফরিদ উদ্দিন সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর রনিখাই ইউনিয়নের লামাডিস্কিবাড়ি গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে। তাঁর দুই ছেলে এবং তিন মেয়ে সন্তান রয়েছে। বড় ছেলে জুনায়েদ ইতালিতে বসবাস করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তাঁর স্বজন আল আমিন বলেন, ‘গত রোববার সৌদি আরবের জেদ্দা শহরে কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের তিন তলা থেকে পড়ে গিয়ে আহত হন ফরিদ। পরে তাঁকে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। গত মঙ্গলবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
আল আমিন আরও বলেন, ‘ফরিদ উদ্দিন প্রায় ২২ বছর আগে সৌদি আরবে যান। তিনি জেদ্দা শহরে লিগ্যাল ভিসায় নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুই বছর আগে দেশে এসে ছুটি কাটিয়ে যান তিনি। তাঁর মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।’