জেলা পরিষদ নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন নাসির উদ্দিন খান
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ২:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মজিবুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আশফাক আহমদ প্রমুখ।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্তত চার নেতা দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে নাসিরকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র হিসেবে ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র ক্রয় করেছেন। তবে তিনি শেষ পর্যন্ত প্রার্থী নাও হতে পারেন বলে জানা গেছে। তিনি প্রার্থী না হলে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন নাসির।
আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।