অবৈধভাবে ফুটপাত দখল, ৩ ব্যবসায়ীকে জরিমানা
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
হবিগঞ্জের বাহুবলে অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে বাহুবল বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া শারমিন ফাতেমা জানান, অবৈধ ভাবে ফুটপাত দখল করে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করায় বাজারের ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে বাহুবল বাজারের রাস্তা দখল মুক্ত করা হয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স তদারকি করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বাহুবল মডেল থানার একটি টীম।