মুক্তিযোদ্ধা মেজর আব্দুল’র স্বরণে দক্ষিণ সুরমায় শোক সভা
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২ ৮:৪৮ অপরাহ্ণ
বলদী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর (অবঃ) আব্দুল হাফিজ মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের বলদী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কমিটির উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা সভাপতি মোঃ জুলহাসুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বলদী আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মঈনুল ইসলাম।
মাদ্রাসা শিক্ষক সাগর মনি এবং পরিচালনা কমিটির সদস্য রুবেল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলকাছ আলী, বলদী জান্নাতুল ফিরদাউস জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ মনির মিয়া, ব্যবসায়ী মোঃ মাসুক মিয়া, ফ্রান্স প্রবাসী রাহেল আহমদ জুয়েল, সামি বেকারির পরিচালক সাফায়েত আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন বলদী ইসলামিয়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ মনিররুজামান মনির।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, খায়রুল আনাম, মাদ্রাসা কমিটির সুমেল আহমেদ, আনহার মিয়া, গৌছ মিয়া, বলদী যুবসমাজ কল্যান সমিতির কোষাধ্যক্ষ আবু জাফর মাহিন প্রমুখ।
দোয়া পরিচালনায় করেন বলদী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব হয়রত মাওলানা আব্দুল মুমিন।