জৈন্তাপুরে ভারতীয় প্রসাধনী উদ্ধার, আটক ১
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২ ৪:৪৫ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর বালু বোঝাই ট্রাক থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যে ভারতীয় প্রসাধনী ও শাড়ী উদ্ধার করেছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৫টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেন। এসময় ট্রাকের চালকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানা পুলিশ সূত্রে যানা যায়, গোপন সংবাদে উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) কাজী শাহেদ এবং শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফৌর্স নিয়ে সিলেট-তামাবিল মহাসড়কের পাকড়ী এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একটি ট্রাকে তল্লাশী করলে দেখা যায় বালু দিয়ে ঢেকে ভারতীয় প্রসাধনী ও শাড়ী বোঝাই করা রয়েছে ট্রাকটি। এসময় ট্রাকের চালকে আটক করা হয়।
আটক ট্রাকের চালক জৈন্তাপুর উপজেলার হরিপুর শ্যামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রাহেল (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, উদ্ধারকৃত মালামালের জব্দ করা হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।