ভোটের আগেই চেয়ারম্যান হচ্ছেন তারা
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ
জেলা পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের চার জেলার মধ্যে ২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থী।
তারা হলেন-সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন এবং মৌলভীবাজারে দল মনোনীত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, বর্তমান প্রশাসক মিছবাহুর রহমান।এছাড়া চেয়ারম্যান পদে সুনামগঞ্জে ২ জন এবং হবিগঞ্জে ৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশনের তফসীল অনুযায়ী সিলেট জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত।
এদিন সিলেট বিভাগের চার জেলায় জেলা পরিষদ চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে মোট ২০৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৪৫, সাধারণ সদস্য পদে ১৫৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।সিলেটের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এরমধ্যে চেয়ারম্যান পদে একক মনোনয়নপত্র জমা পড়েছে সিলেটে ও মৌলভীবাজারে। এছাড়া হবিগঞ্জে ৪ ও সুনামগঞ্জে ২টি মনোনয়নপত্র জমা পড়ে।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ শুকুর মাহমুদ মিয়া বলেন, সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী আওয়ামী লীগের নাসির উদ্দিন খান রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত সদস্য পদে ১৭ এবং সাধারণ সদস্য পদে ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্যমতে, সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ৩৬ জন মনোনয়ন জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে কেবল আওয়ামী লীগের মিছবাহুর রহমান, সংরক্ষিত ৩টি ওয়ার্ডে ৭ জন এবং সাধারণ ৭টি ওয়ার্ডে ২৮ জনের মনোনয়নপত্র জমা পড়েছে।
হবিগঞ্জ জেলায় ৩টি পদে ৪৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ এবং সাধারণ সদস্য পদে ৩১ জন মনোয়নপত্র জমা দিয়েছেন।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ এবং সাধারণ সদস্য পদে ৪২ জন মনোয়নপত্র দাখিল করেছেন।
এদিকে, সিলেটে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান ছাড়াও অধ্যক্ষ ড. এনামুল হক সর্দার মনোনয়নপত্র উত্তোলন করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনের সহকারি রিটানিং কর্মকর্তা সাইদুর রহমান বলেন, একক প্রার্থী হলে নিয়মানুযায়ী যাচাই বাছাইয়ের পর তাঁকে বিজয়ী ঘোষণা করা হবে।
রিটানিং কর্মকর্তার দফতরের তথ্য অনুযায়ী, জেলা পরিষদে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়পত্র তুললেও জমা দিয়েছেন একজন।এছাড়া সংরক্ষিত ৫টি ওয়ার্ডে সদস্য পদে ১৯ জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন ১৭ জনে, সাধারণ সদস্য পদে ১৩ ওয়ার্ডে ৬৯ জনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও ৫৫টি জমা পড়েছে।
নিবাচন কমিশনের তথ্যমতে, সংরক্ষিত ১ ও ৩ নং ওয়ার্ডে ৩জন করে, ২নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ এবং ৫নং ওয়ার্ডে
২ জনে মনোনয়ন জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ১ থেকে ৫ ও ১১ নং ওয়ার্ডে ৩ জন করে ১৮ জন, ৬নং ওয়ার্ডে ২জন, ৭ ও ১৩ নং ওয়ার্ডে ৫জন করে ১০ জন, ৮নং ওয়ার্ডে ৯ জন, ৯নং ওয়ার্ডে ৪, ১০ ও ১২ নং ওয়ার্ডে ৬ জন করে ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
আগামী ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং ২৬ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ হবে।আগামী ১৭ অক্টোবর সিলেটসহ দেশের ৬১ টি জেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে।