হবিগঞ্জে সুবিধাভোগী মানুষের মাঝে সরকারি অনুদান প্রদান
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন, এটা সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে হিন্দুরা যখন পুজা করে মুসলমানরা আনন্দ উৎসবে শরীক হয়েছে। একজন খাঁটি মুসলমান সে, যার অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা আছে। যে দেশে সংখ্যালঘু সম্প্রদায় যত নিরাপদ সে দেশটা তত বেশি উন্নত।
তিনি শুক্রবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সম্প্রতি সমাবেশ ও বিভিন্ন সুবিধাভোগী মানুষের মাঝে সরকারি অনুদান প্রধান অনুষ্টানে এ কথা গুলো বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভুমি) মোঃ আলাউদ্দিন, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মহসিন আল মুরাদ, ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, ইউপি চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন, মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ সোহেল, মীর খুর্শিদ আলম, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, প্রেসক্লাব সভাপতি মোঃ অলিদ মিয়া,সাধারন সম্পাদক সাব্বির হাসান সহ অনেকেই।