শিশুশ্রম বন্ধ নিশ্চিত কল্পে চা- বাগানে আলোচনা সভা
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২ ৬:২০ অপরাহ্ণ
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : শিশুশ্রম একটি বড় সমস্যা। যে বয়সে একটি শিশুর বই হাতে নিয়ে বিদ্যালয়ে দুরন্ত শৈশব অতিবাহিত করার কথা, সে বয়সে তাকে ইটভাটা বা শিল্পকারখানায় মানবেতর শ্রম দিতে হচ্ছে। সব ক্ষেত্রে শিশুশ্রম নিষিদ্ধ হলেও ঘর থেকে বের হলে দেখতে পাওয়া যায় শিশুশ্রমের করুণ চিত্র। হোটেল, মোটেল, লঞ্চ, বাস, ইটভাটা, পাথর ভাঙা, মোটর গ্যারেজ, অ্যালুমিনিয়াম কারখানা, কলকারখানা, বাসাবাড়ি, মিষ্টি ও বিস্কুট ফ্যাক্টরি, তামাকশিল্প, চামড়াশিল্প, চাশিল্প, ভারী শিল্প প্রভৃতিতে প্রতিনিয়ত দেখা যায় শিশুশ্রমের নির্মম চিত্র। দারিদ্র্যের নির্মম কষাঘাতে জর্জরিত পরিবারের সন্তানরা দুবেলা দুমুঠো ভাত মুখে দেওয়ার জন্য নিরুপায় হয়ে শিশুশ্রমে জড়িয়ে পড়ে। সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) বিকেল ৫ টায় চুনারুঘাট উপজেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের এপিসি প্রকল্পের আয়োজনে চান্দপুর চাবাগানের উদয়ন শিশু ও কিশোর কিশোরী ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এপিসি প্রকল্পের চুনারুঘাট উপজেলার সমন্বয়ক রোমেনা আক্তার মুক্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি।
বিশেষ অতিথি হিসেবে চুনারুঘাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের শিশু সমাজকর্মী (সিএসপিবি) রাব্বি আক্তার, সিএফ সন্ধা রানী ভৌমি, দিলজান বেগম,পিয়ার লিডার,অভিভাবক,শিশু ও কিশোর কিশোরী সহ আরো অনেকেই। প্রধান অতিথি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি বলেন, আমাদের চারপাশে প্রতিনিয়তই ঘটছে শিশু শ্রমিকদের প্রতি অমানবিক নির্যাতন। শিশু গাড়ির গ্যারেজের কাজ করতে গিয়ে অনেক সময় ভারী জিনিস আলগাতে না পারার অপরাধে মালিকের নির্মম নির্যাতন, হোটেলের শিশু ওয়েটার গ্লাস ভাঙার অপরাধে মালিকের নির্যাতন, শিশু শ্রমিক কাজে ভুল করায় বেঁধে লোমহর্ষক নির্যাতন-এমনই বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত শিশুরা প্রতিনিয়ত কীভাবে নির্মম নির্যাতনের শিকার হয়, তা আমরা গণমাধ্যমে প্রায়ই দেখে থাকি। তিনি আরও বলেন, সরকার শিশুদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আসছে, শিশুকে ভাল করে লেখাপড়া করাতে হবে, শিশুর শারীরিক শাস্তি নিষিদ্ধ করতে হবে, শ্রমজীবী প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত ও শিশুশ্রম এবং শিশুদের অধিকার সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও সুশিক্ষায় শিক্ষিত করতে হবে । তাহলে আজকের শিশু আগামীদিনের ভবিষ্যতে ভাল দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিবারের দায়িত্ব পালন করবে পাশাপাশি শিশু শ্রম বন্ধ করতে পারিবার সহ সকলকে এগিয়ে আসতে সকলের প্রতি অনুরোধ জানান তিনি ।