২৩নং ওয়ার্ড পিকআপ চালক সমিতির মতবিনিময় সভা
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২২ ৭:৫৮ অপরাহ্ণ
সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং ২১৫৯ এর অন্তর্ভূক্ত সদর কোতোয়ালী থানাধীন ২৩নং ওয়ার্ড পিকআপ চালক সমিতির এক মতবিনিময় সভা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. ফরিদ মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাগো সিলেট আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলাউদ্দিন আলো।
সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা আহমদ আলী স্বপন, মো. হোসেন মিয়া, মো. মতিন মিয়া, মো. হবি মিয়া, সমিতির সহ সভাপতি মো. মনির হোসেন, সহ সভাপতি মো. সাদিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক মো. নাজমুল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কয়ছর আহমদ, প্রচার সম্পাদক সুমন আহমদ, দপ্তর সম্পাদক অজিত কর, কোষাধ্যক্ষ মো. শহীদ, সমাজকল্যাণ সম্পাদক মো. দুলাল মিয়া, সদস্য মো. তোফাজ্জল, মো. দুদুল মিয়া, শুক্কুর মিয়া, মো. ইসমাইল, জহির মিয়া, জুয়েল আহমদ, রাহাদ।
সভায় বক্তারা বন্যা পরবর্তী নগরীর রাস্তা-ঘাট সংস্কার না করায় প্রতিটি রাস্তাঘাটে দিনভর যানজট লেগে থাকে। অপরিকল্পিতভাবে রাস্তাঘাট মেরামত করায় জনদূর্ভোগ চরমে পৌছেছে। বক্তারা অবিলম্বে নগরীর রাস্তাঘাট সংস্কার করে এবং যানজট নিরসনে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।