কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১:২৯ অপরাহ্ণ
সিলেটের কোম্পানীগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি নৌকা লাগিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।
জরিমানাপ্রাপ্তরা হলেন উপজেলার উত্তর কলাবাড়ি গ্রামের আব্দুল মনাফের পুত্র আলিম উদ্দিন (৪৫)।
জানা গেছে, আলিম উদ্দিনসহ কিছু ব্যক্তি ধলাই নদীর বালু মহালের বাইরে গিয়ে স্টিল বডি নৌকায় ড্রেজার মেশিনের সাহায্যে বালু তুলছিলেন। খবর পেয়ে নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এসময় আলিম উদ্দিনের কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় দুই বালু শ্রমিককে আটক করে মুচলেকায় মুক্তি দেওয়া হয়।
নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং জানান, নিয়ম বহির্ভূতভাবে বালু তোলায় ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।