মকসুদের গ্রেফতারের প্রতিবাদে কোম্পানীগঞ্জ যুবদলের বিক্ষোভ
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা যুবদলের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোম্পানীগঞ্জ উপজেলা যুবদল।
রোববার(১৮ সেপ্টেম্বর) বেলা ৩ টায় উপজেলার টুকের বাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, মোঃ রাইসুল ইসলাম রাজন, মুস্তাকিম আহমেদ ফরহাদ, রজন মিয়া, বাবুল আহমদ, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ উদ্দিন, বিল্লাল মিয়া, হযরত আলী, বক্কর মিয়া, মামুন মিয়া, লিটন মিয়া, জাহাঙ্গির আলম, কাসেম আলী, আবু সালাম, সাবেক ছাত্রনেতা রুহেল আহমদ বাহার, জামাল উদ্দিন, মাসুক মিয়া ফরিদ উদ্দিন প্রমুখ।