জৈন্তাপুরে ইয়াবাসহ এক কিশোর আটক
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৬ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ ৷
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার হরিপুর বাজারে সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শিশু উপজেলার শিকারখা গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ২০ পিস ইয়াবাসহ ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।