নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে পড়ে হাসনা বেগম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় সুত্রে জানাযায়, বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের মুদাহারপুর গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে হাসনা বেগম (১০) প্রায় ১০/১২ দিন পুর্বে নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের আম্বর আলীর (নানা বাড়ি) বাড়িতে বেড়াতে আসেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে লোকজনের অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোজাঁখুজি করে না পেয়ে হঠাৎ পুকুরে ভাসমান অবস্থায় কিশোরী হাসনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।