হবিগঞ্জে পেশাদার চালকদের বিআরটিএ এর রিফ্রেশার্স প্রশিক্ষণ
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২২ ৪:৩৭ অপরাহ্ণ

নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ : পেশাজীবি গাড়িচালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক মুজিববর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২শ ১০ জন পেশাদার চালকদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর ) দুপুরে বিআরটিএর উদ্যোগে জেলা প্রশাসনের প্রশিক্ষণ হলে চালকদের মাঝে এ রিফ্রেশার্স প্রশিক্ষণ দেওয়া হয়। হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক, (ইঞ্জিঃ) মুঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে মোটরযান পরিদর্শক মো: হাফিজুর রহমান খান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সাদিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: ইমরান হোসেন, সার্জেন্ট টিপু সুলতান সহ আরো অনেকেই। এ সময় প্রধান অতিথি মুহাম্মদ সাদিকুল ইসলাম গাড়ি চালকদের সর্তকতার সাথে গাড়ি চালানোর অনুরোধ জানিয়ে বলেন, আপনারা রাস্তায় প্রতিযোগিতা মূলক গাড়ি চালাবেন না, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করিবেন না, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না, যাতে কোন ধরনের দূর্ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি হবিগঞ্জ বিআরটিএর সহকারী পরিচালক, (ইঞ্জিঃ) মুঃ হাবিবুর রহমান চালকদের উদ্দ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, আপনারা রাস্তায় ঘুম চোখে গাড়ি চালাবেন না, অধিক আত্মবিশ্বাস নিয়ে ওভার টেকিং করবেন না, একটানা গাড়ী চালাবেন না, ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করিবেন না, গাড়ী চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তাই সকল চালকদের সতর্ক থাকতে হবে।