নবীগঞ্জে প্রেমিককে বিষপান করিয়ে হত্যার অভিযোগ
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় প্রেমিকার পরিবারের লোকজনের মাধ্যমে মোশাহিদ মিয়া (২৫) নামে এক প্রেমিককে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সে ওই উপজেলার ১৩ নং ইউপি পানিউমদা এলাকার ইনতাজ উল্লাহ ছেলে। শুক্রবার রাত আটটায় এঘটনাটি ঘটে। মৃতের বড় ভাই মাহমুদ জানান, তার ভাইর সাথে গত একবছর যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিলো একই গ্রামের জনৈক এক যুবতীর। বিষয়টি পরিবারের নজরে আসলে মোশাহিদ মিয়ার উপরে ক্ষিপ্ত হয়ে উঠে ওই যুবতীর পরিবারের লোকজন। গত শুক্রবার সারাদিন রাজমিস্ত্রি কাজের শেষে সন্ধায় বাড়িতে ফিরে আসার সময় বাড়ির রাস্তার মধ্যপথে ওই যুবতির স্বজনরা কৌশলে মোশাহিদকে একটি মুদি মালের দোকানে নিয়ে যায়। সেখানে তাকে মিশ্রন জাতীয় খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হয়। মোশাহিদ মিয়াকে বিষপান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে পরিবারের স্থানীয়রা আমাদের খবর দেন। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার অবস্থা অবনতি হয়। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। আমরা এ ঘটনার বিচার চাই।