শিশু ধর্ষণের প্রতিবাদে দিরাইয়ে মানববন্ধন
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২২ ৮:১৮ অপরাহ্ণ
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে গত ১৯ সেপ্টেম্বর বিকেল ৫ টায় দিরাই থানা পয়েন্টে দিরাইয়ে দশ বছরের শিশু ও শাল্লায় তরুণী ধর্ষণের প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ এর সভাপতিত্বে মানববন্ধনে সমাজকর্মী, মানবাধিকার কর্মী, গণমাধ্যম কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।
সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুলের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন দৈনিক হাওরাঞ্চলের সম্পাদক মাহবুব উদ্দিন তালুকদার, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এ.কে মিলন আহমদ, সিলেট জেলা শাখা সহ সভাপতি সহ সভাপতি মাহবুব বখত চৌধুরী, সাধারণ সম্পাদক তুহিনুর রহমান শাহজাহান, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি মুজিবুর রহমান, কাজী সমিতি দিরাইয়ের সভাপতি কাজী নুরুল আজিজ, কবি মোবারক হোসাইন, যুবলীগ নেতা শিহাব উদ্দিন, দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের মোঃ আবুল কাসেম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ সভাপতি রুকনুজ্জামান জহুরী, কবি নজরুল ইসলাম রানা, মোঃ হান্নান মিয়া, সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ, মাদানী প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল এস এম সায়েম, মোঃ মোসলেহ উদ্দিন, ভিকটিমের অভিভাবক পক্ষে মাওলানা রজব আলী, মিটাপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সুহেল খান, সার্চ মানবাধিকার দিরাই শাখার সহ সভাপতি মাওলানা ছানুওয়ার হোসাইন ইমন, বাংলাদেশ আল ইসলাহ দিরাই উপজেলা শাখার অর্থ সম্পাদক কারী আখলাকুর রহমান, মোঃ মিলিক মিয়া, মকবুল হোসেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ জগদল ইউনিয়ন সমন্বয়ক গোলাম জিলানী বিজয় দাস প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে পাশবিক নির্যাতনকারী অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানান। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে সমাজের প্রতিটা স্তরে মানুষরূপী উগ্র জঘন্যতম অপরাধীদের প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।