কুশিয়ারা নদী পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিটি গঠন
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২ ১২:৫১ অপরাহ্ণ
হবিগঞ্জে কুশিয়ারা নদী পরিদর্শনে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করেছে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
একাদশ জাতীয় সংসদের পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বুধবার (২১ সেপ্টেম্বর) ২৫তম সভা জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, সামশুল হক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী এবং এ. এম. নাঈমুর রহমান অংশগ্রহণ করেন।
এদিন ‘হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রগুলোর সামনে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙনরোধ প্রকল্প’ সরেজমিনে পরিদর্শনের জন্য একটি সাব-কমিটি গঠন করা হয়।
সরেজমিনে পরিদর্শনের জন্য সামশুল হক চৌধুরীকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট (নুরুন্নবী চৌধুরী, এ. এম নাঈমুর রহমান) এ সাব-কমিটি গঠন করা হয়েছে।
সেই সাথে আগামী মাসে সরেজমিনে পরিদর্শন শেষে প্রতিবেদন জমা দিতে বলেছে পানিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে হবিগঞ্জ জেলার বিবিয়ানা বিদ্যুৎকেন্দ্রসমূহের সম্মুখে কুশিয়ারা নদীর উভয় তীরের ভাঙনরোধ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদরে নির্বাহী কমিটির (একনেক) ২৮তম সভায় অনুমোদন পায়।