বানিয়াচংয়ে সাজাপ্রাপ্ত আসামী মোতাব্বির গ্রেফতার
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
নুর উদ্দিন সুমন , হবিগঞ্জ : জেলার বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত দলের সদস্য মোতাব্বির মিয়া (৪৮) কে গ্রেফতার করা হয়েছে। মোতাব্বির মিয়া বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের মৃত আঃ করিমের পুত্র । (২২ সেরপ্টম্বর ) বৃহস্পতিবার বিকেলে মোতাব্বির মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় দেব জানান, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোঃ তোহা ও এএসআই সাদ্দাম হোসেনসহ একদল পুলিশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে জিআর মামলার ১ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত এবং আরোও ২টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোতাব্বিরকে শ্রীমঙ্গল থানা পুলিশের সহযোগীতায় গ্রেফতার করা হয়।