শিশু মাহিরের চিকিৎসার্থে লিডিং ইউনিভার্সিটির সাহায্য প্রদান
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২ ৪:১৯ অপরাহ্ণ
লিডিং ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব দরিদ্র পরিবারের এক শিশুর চিকিৎসার জন্য সাহায্য প্রদান করেছে। ছয় মাস বয়সী শিশু মাহিরের অস্ত্রোপচারের জন্য এগিয়ে আসা বিভিন্ন মানবিক ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহকূত অর্থ হস্তান্তর করেছে লিডিং ইউনিভার্সিটির সোস্যাল সার্ভিসেস ক্লাব।
রোববার (২৫ সেপ্টেম্বর ২০২২) সকালে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলার উপস্থিতিতে মাহিরের মায়ের কাছে এ অর্থ হস্তান্তর করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উপদেষ্টা মিসেস রুমপা শারমিন এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।