শ্রীকৃষ্ণ সেবা সংঘের উদ্যাগে ৩দিন ব্যাপী মহোৎসব সম্পন্ন
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
সিলেট জিন্দাবাজার জগন্নাথ আখড়ায় ‘বিশ্বশান্তি কল্পে’ বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ সিলেট জেলা শাখা কর্তৃক আয়োজিত এয়োদশ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩ দিন ব্যাপী মহোৎসব রোববার(২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৮টায় সম্পন্ন হয়েছে।
সিলেট জেলা কমিটির সভাপতি শ্রীযুক্ত প্রলয় কান্তি দেব বেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীযুক্ত চয়ন দেবের পরিচালনায় বৈদিক নৃত্যানুষ্ঠানের মাধ্যমে ধর্মসভার কাজ শুরু হয়। মহোৎসব অনুষ্ঠানে সুভাষ প্রভু, ধীরেন্দ্র প্রভু, সুনিল প্রভু, গোবিন্দ প্রভু ও প্রকাশ প্রভুকে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি পরম ভাগবত শ্রীযুক্ত প্রমথ সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ ব্রাক্ষ্মণবাড়িয়ার প্রভাষক পরম ভাগবত শ্রীযুক্ত প্রাণেশ্বর চৈতন্য দাস। মূখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত শ্যামসুন্দর দে রাধেশ্যাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জজকোর্ট সিলেটের এডভোকেট শ্রীযুক্ত অঞ্জন দে, শ্রীযুক্ত মাধব রাম পাল, বাংলাদেশ শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটি সমন্বয়ক শ্রীযুক্ত দুলাল চন্দ্র বিশ্বাস, সিলেট জেলা শাখা বৈদিক এর সাংগঠনিক সম্পাদক শ্রীযুক্ত পিযুষ কান্তি দাস।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন অন্মেষা চৌধুরী অর্পা, অহনা চৌধুরী লুপা। ভজন সংগীত পরিবেশন করেন উত্তরা রানী দাস, বৃষ্টি রানী দাস। ১ম দিনে সন্ধ্যা ৮ টায় চৈতন্য চরিতামৃত পাঠ করেন সিদ্ধার্থ কৃষ্ণ দাস। সমাপনী দিনে সন্ধ্যা ৮টায় চৈতন্য চরিতামৃত পাঠ করেন শ্রীযুক্ত তমাল কৃষ্ণ দাস। শেষে সমবেত প্রার্থনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।