সিলেটে ভয়াবহ অগ্নিকান্ডে দোকান ও পাঁচ বসতঘর ভস্মিভূত
প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২২ ৭:২৪ অপরাহ্ণ
সিলেটে তোলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় ৫টি বসতঘর ও ১টি দোকান ভস্মিভূত হয়েছে। এতে অন্তত ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার পীরপুর এলাকায় শাহান উদ্দিনের টিনশেড কলোনীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় কলোনীর বাসার ভেতরে একটি তোলার দোকান থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সদস্য এনাম আহমদ বলেন, তোলার কারখানা থেকে আগুন লেগে শাহান উদ্দিনের মালিকানা ভূষিমালের দোকান ও ৫টি বাসা পুড়ে ছাই হয়ে যায়। এতে কেউ হতাহত না হলেও অন্তত সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকল বাহিনী সিলেটের সিনিয়র স্টেশনে অফিসার বেলাল আহমদ বলেন, আমরা খবর পেয়ে দমকল বাহিনীর দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির বিষয়টি নিরুপণ করা যায়নি।