খন্দকার মুক্তাদিরের রোগমুক্তি কামনায় যুবদলের মিলাদ ও দোয়া
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২ ৬:৫৮ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের রোগমুক্তি কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর জিন্দাবাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি করোনায় আক্রান্ত খন্দকার আব্দুল মুক্তাদিরের জন্যও দোয়া করা।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, মহানগর সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন। এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন মানিক, আখতার আহমদ, তোফাজ্জল হোসেন বেলাল, আশরাফ উদ্দিন ফরহাদ, শাহিবুর রহমান সুজান, মিজানুর রহমান নেছার, কয়েছ আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, ওসমান গণি। অন্যান্যের মধ্যে কামরুল ইসলাম, প্রাণেশ দে, মলয় লাল ধর, সেলিম আহমদ সেলু, শামীম রেজা, মো. বাবলু মিয়া, আহমেদ খান জুনেদ, শাহীন উদ্দিন শাহীন, এসএম জুবায়ের শহীদুজ্জামান বাবলু, কাওছার মাহমুদ সুমন, মিনহাজ আহমদ মিনার প্রমুখ।