ভারত বাংলাদেশের যৌথ শিল্পীদের নিয়ে এবার দুর্গা পূজার গান “শারদ সম্ভাষণ”
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
এবারে শারদীয় দুর্গোৎসবে আরেকটি নতুন মাত্রা যোগ করতে চলেছে সিলেটের বিখ্যাত স্টুডিও ফোক এন্ড রক।
সিলেটের একঝাঁক তরুণ পেশাদার শিল্পীদের নিয়ে করা এই গানটি লিখেছেন শ্রী অমৃত সাহা এবং সুর ও সংগীত করেছেন স্টুডিও ফোক এন্ড রক এর কর্ণধার শ্রী সুদীপ চক্রবর্তী। সকলের প্রাণবন্ত প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় এবারও আপনাদের জন্য থাকছে পূজার নতুন গান।
গানটির চিত্র পরিচালনায় রয়েছেন সিলেটের আরেকজন প্রিয় মুখ সোহেল আহমদ । এই গানটির শিল্পী ও কলাকুশলীরা আপনাদের সবাইকে একটি সুন্দর গান উপহার দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন গৌতম চক্রবর্তী, সর্বানি ভট্টাচার্যী(ভারত), সুদীপ চক্রবর্তী, প্রিয়দর্শন দত্ত চৌধুরী, অয়ন দে, বিথী রানী নাথ,পল্লবী দাস মৌ, , নিউটন তালুকদার, অলক বৈষ্ণব, পুস্পা চৌধুরী,লাভলী পাল, সুমন রাজ, শ্রীজয়ী ভট্টাচার্য ভাষা,শীর্ষেন্দু ভট্টাচার্য বর্ণ,সন্মিত্র ভট্টাচার্য শ্রাবণ,অনিক চক্রবর্তী,শ্রাবণ চক্রবর্তী, সৌমিত্র চক্রবর্তী, সৃষ্টি দে রক্তি এবং শ্রাবন্নিতা তালুকদার।