নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি: জরিমানা
প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ পৌর এলাকার বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৩ রেস্টুরেন্ট ৬ হাজার টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ টি রেস্টুরেন্ট মালিককে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগ আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ০৩টি খাবারের প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার একদল পুলিশ।অভিযানের সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার।