যুক্তরাজ্যে লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভুত রূপা হক বরখাস্ত
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১১:৩৩ পূর্বাহ্ণ
ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের জেরে বাংলাদেশি বংশোদ্ভুত পার্লামেন্ট সদস্য রূপা হককে বহিষ্কার করেছে লেবার পার্টি। সোমবার (২৬ সেপ্টেম্বর) দলীয় এক সম্মেলনে অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টাংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে কটাক্ষ করেন রূপা হক। এ মন্তব্যের তীব্র সমালোচনা করেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদসহ বহু নেতা।
অবিলম্বে রূপা হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশপাশি তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। সমালোচনা হয় লেবার পার্টির ভেতর ও বাইরেও। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) তাকে সাময়িক বহিষ্কার করে পার্টির সংসদীয় কমিটি। রূপা হকের এ ধরনের মন্তব্যকে দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে বিবৃতি দেয় দলটি।
এ সিদ্ধান্তের ফলে পার্লামেন্টে স্বতন্ত্র এমপি হিসেবে বসতে হবে রূপা হককে। মাস খানেক আগে কোয়াসি কোয়ার্টেং-এর অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়াকে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত এ নেতা। বিতর্কিত মন্তব্যকে ‘ভুল বোঝাবুঝি’র ফল বলে উল্লেখ করেছেন রূপা হক। সূত্র: