পনিটুলায় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২ ৬:১৭ অপরাহ্ণ
আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্বির্য্য ও আচার অনুষ্ঠানের মাধ্যমে উৎসব মুখর ভাবে পালনের লক্ষ্যে সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় ‘পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের’ উদ্যোগে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন, আরতী, হরিনাম সংকীর্ত্তন, আলোকসজ্জা, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বস্ত্র বিতরণ। এবার পনিটুলা দুর্গাপূজা উদযাপন পরিষদের পূজা আয়োজনের দুইযুগ পূর্তি হবে। ১৯৯৯ সাল থেকে পনিটুলায় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।
‘পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের’ উদ্যোগে আয়োজিত দুইযুগ পুর্তির ৫দিন ব্যাপি শারদীয় দুর্গাপূজা উৎসবে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।