লিডিং ইউনিভার্সিটিতে আইইইই ডে-২০২২ উদযাপন
প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২২ ১০:০১ অপরাহ্ণ

লিডিং ইউনিভার্সিটিতে আইইইই ডে-২০২২ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ২০২২) আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং আইইইই কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ আইইইই ডে-২০২২ উদযাপন উপলক্ষ্যে IEEE Day Celebration & Technical Session এ প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওনা বলেন, কারিকুলাম ভিত্তিক পড়াশোনার পাশাপাশি প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনে শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। শুধুমাত্র ভালো সিজিপিএ পেলেই হবেনা প্রতিযোগিতায় টিকে থাকতে হলে অন্যান্য বিষয়েও নিজেদের সম্পৃক্ত রাখতে হবে।
শিক্ষার্থী সানজিদা পারভীন ও মাহযাবীনের
সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রুমেল এম. এস. রহমান পীর, ইলেক্ট্রনিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান রফিকুল ইসলাম, আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এর উপদেষ্টা মো. নিয়াজ মোরশেদুল হক এবং আইইইই কম্পিউটার সোসাইটি লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর উপদেষ্টা মো. সাইদুর রহমান কোহিনুর, সভাপতি মাজহারুল ইসলাম এবং আইইইই লিডিং ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ এর সভাপতি ফাহিম আহমেদ।
দ্বিতীয় পর্বে “IEEE Student Membership Benefits & Global Opportunities” এবং “TSCH-Based Scheduling for Throughput and Delay Optimization of IEEE 802.15.4e: A Deep Learning-Based Approach” শিরোনামে পরপর দুইটি সেশনে IEEE CS LU SBC এর উপদেষ্টা মোঃ সাইদুর রহমান কোহিনুর এবং , IEEE LU SB এর উপদেষ্টা মো. নিয়াজ মুরশেদুল হক ছাত্রছাত্রীদের নানাবিধ দিক নির্দেশনা প্রদান করেন।
তাছাড়া অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে কেক কাটা হয় এবং পরবর্তীতে আইইইই ডে -২০২২ উপলক্ষ্যে শিক্ষার্থীদের কুইজ কন্টেস্ট এবং গেইমিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির নতুন দায়িত্বপ্রাপ্ত প্রক্টর রানা এম. লুৎফুর রহমান পীর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।