সব ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রাখতে হবে: পুলিশ সুপার
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১১:১৭ পূর্বাহ্ণ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম সুষ্ঠুভাবে পালনের আহ্বান জানিয়ে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেছেন, সব ধর্মের মানুষকে সম্প্রীতি বজায় রাখতে হবে।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে। পূজার নিরাপত্তায় পোষাকে-সাদা পোষাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বিভিন্ন স্তরে সাজানো হয়েছে।
সিলেট জেলাধীন সকল সার্কেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনসহ যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক থাকার নির্দেশ প্রদান করেছেন বলেও জানান তিনি।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সিলেটের পুলিশ লাইনন্স হলরুমে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার।
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে নিজস্ব ব্যবস্থাপনায় জরুরি মুহূর্তের জন্য জেনারেটর রাখা, স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, নারী-পুরুষ আলাদা লাইনে প্রবেশ ও বাহিরের ব্যবস্থা করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আযান ও নামাযের সময় মন্ডপের মাইক বন্ধ রাখা, সম্ভব হলে সিসিটিভি স্থাপন করা, প্রতিটি মন্ডপে আগুন নিয়ন্ত্রক সিলিন্ডার রাখাসহ বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করেন।
তিনি আরো বলেন, কোন ধরণের দুর্ঘটনা বা অঘটনের খবর পাওয়ামাত্র সাথে সাথে সিলেট জেলা পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহরিয়ার বিন সালেহর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদারসহ সিলেট জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এবং মহানগর পূজা উদ্যাপন কমিটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি সুব্রত দেব, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য প্রমুখগণ।
উল্লেখ্য, এবার সিলেট জেলার ১১টি থানা এলাকার ৪৬০টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।