আব্দুল মালিক এর মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির শোক
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২ ২:১০ অপরাহ্ণ
দক্ষিণ সুরমা উপজেলার ৫নং সিলাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক সিলেটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আব্দুল মালিক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ।
নেতৃবৃন্দ এক শোক বার্তায় বলেন, আব্দুল মালিক ছিলেন একজন সফল চেয়ারম্যান ও রাজনীতিবীদ। সমাজের এক কীর্তিমান ব্যক্তিত্ব তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হল রাজনীতি ও সমাজে যা পুরন হবার নয়। তিনি সমাজের জন্য অনেক কাজ করেছেন যা আমৃত্যু জনগণ মনে রাখবে।
শোক বার্তায় নেতৃবৃন্দর মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।