সহপাঠীকে বিয়ে করলেন শামীম পাটোয়ারী
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২ ৩:১২ অপরাহ্ণ
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন জাতীয় দলে খেলা ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। সহপাঠীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের ছবি পোস্ট করে এমনটি জানান এই হার্ডহিটার ব্যাটার। ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে শামীম লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’
যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটারকে অভিনন্দন জানিয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এক ফেসবুকে লিখে, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’
শামীম পাটোয়ীর ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে সম্ভাবনাময় মনে হয়েছিল। তবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। পরে দলে জায়গা হারান।