জেলার শ্রেষ্ঠ জগন্নাথপুরের শিক্ষা কর্মকর্তা
প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায় থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মনোনীত হয়ে জেলা পর্যায়ে তিনি প্রতিযোগিতায় অংশ নিয়ে জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত হন।
বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাশ জানান, জেলা থেকে বুধবার সংবাদ পেয়েছি শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা ক্যাটাগরিতে আমাকে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মনোনীত করা হয়েছে।