‘সচেতনতাই হৃদরোগ থেকে বাঁচাতে সহায়তা করে’
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর বলেছেন, সচেতনতাই হৃদরোগ থেকে বাঁচতে আমাদেরকে সবচেয়ে বেশি সহায়তা করে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের লাইফস্টাইলকে সুশৃঙ্খল করতে হবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাউন্ট এডোরা হসপিটাল আয়োজিত ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে জনসচেতনতামূলক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. লস্কর আরো বলেন, কারো বুকে ব্যথা হলে এটাকে অবহেলা কিংবা গ্যাস্টিকের ব্যথা মনে করে কাল ক্ষেপেন করা উচিত নয়।এ ক্ষেত্রে দ্রুত হাসপাতালে যেতে হবে এবং যথাযথ চিকিৎসা নিতে হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন মাউন্ট এডোরা হসপিটালের নিউরোলজি বিভাগের চীফ কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. মো. মতিউর রহমান।
মাউন্ট এডোরা হসপিটালের মেডিকেল সার্ভিসেস এর পরিচালক ডা.সৈয়দ মাহমুদ হাসান এর পরিচালনায় আলোচনায় অংশ নেন- অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, অধ্যাপক ডা. মুহম্মদ শাহাবুদ্দীন, অধ্যাপক ডা. শিশির বসাক।
সেমিনারে অংশগ্রহন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ।
সেমিনারে বক্তাগন মাউন্ট এডোরা হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানান।
তারা এ ধরণের জনসচেতনতামূলক অনুষ্ঠান তৃনমূলে ছড়িয়ে দেবারও আহ্বান জানান।