বীর মুক্তিযোদ্ধা এজাজ আহমেদ চৌধুরীর মৃত্যুতে সিলেট লেখক ফোরাম’র শোক
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২ ৭:১০ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা বিডিআর এর সাবেক মহাপরিচালক সিলেটের কৃতিসন্তান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এজাজ আহমেদ চৌধুরীর ইনতেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল, সাধারন সম্পাদক এডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান, কোষাধ্যক্ষ কাজী মোঃ শফিকুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা কবি সিরাজুল ইসলাম সা’দ, প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. ফখর উদ্দিন প্রমূখ।
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।