সম্প্রীতির সংগ্রামে আমরা অনুষ্ঠানে মুক্তাক্ষর
প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২২ ৯:০৬ অপরাহ্ণ
সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্লোগানকে সামনে নিয়ে (৩০ সেপ্টেম্বর) শুক্রবার সন্ধ্যা ৪টা ৩০ মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। বিকেলে মৃত্তিকায় মহাকালের আয়োজনে প্রথমেই আলোচনা অনুষ্ঠান শুরু হয় সিলেটের বরণ্য আবৃত্তি শিল্পী মোকাদ্দেস বাবুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান এড.নাসির উদ্দিন খান। কথন আবৃত্তি পরিষদের পরিচালক অসিত বরণ দাস গুপ্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সম্মেলিত সাংস্কৃতিক জোটের বিভাগীয় সমন্বয়কারী শামসুল আলম সেলিম, সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিসফাক আহমদ মিশু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
আলোচনার নৃত্য সংগীতের পর আবৃত্তি নিয়ে মঞ্চে আসে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর। বিমল করের গ্রন্থনা ও নির্দেশনায় কাজী নজরুল ইসলামের নমঃ নমঃ নমঃ বাংলাদেশ মম, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন, শামসুর রাহমানের পান্থজন ও আসাদ চৌধুরীর তখন সত্যি মানুষ ছিলাম। আবৃত্তিতে কণ্ঠ দেন পিউ, গুলজার, পূজা, শুচি, মন্ত্র,বীথি, আফসানা ও ইয়াসিন।