সুনামগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি জব্দ
প্রকাশিত : ০১ অক্টোবর ২০২২ ১২:৪৫ অপরাহ্ণ
সুনামগঞ্জ বিজিবির অভিযানে ২০ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টায় নারায়নতলা বিওপির একটি টহল দল ভারতীয় পণ্যগুলো জব্দ করা হয়।
জানা যায়, সীমান্ত পিলার ১২১৪/৭-এস এর নিকট হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে ৮০৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী আটক করে সীমান্তরক্ষী বাহীনির সদস্যরা, যার আনুমানিক মূল্য ২০,০৭,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।