শারদীয় দুর্গোৎসবে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের শুভেচ্ছা
প্রকাশিত : ০২ অক্টোবর ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার (২ অক্টোবর) সংগঠনের সভাপতি সুবর্ণা হামিদ ও সাধারণ সম্পাদক শাকিলা ববি এক বার্তায় এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সিলেটসহ সারা দেশে যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। নানা জাতি ধর্মের মানুষের একত্র বসবাসের কারণে সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ইতিহাস রয়েছে। সম্প্রীতির সেই ঐতিহ্য এবারের দুর্গাপূজায়ও অটুট থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি।